শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ছাত্র অধিকারের দুই নেতাকে ছাত্রলীগের মারধরের অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে ক্যাম্পাসে আসার পথে ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এর জন্য ছাত্রলীগ নেতা-কর্মীদের দায়ী করেছে ছাত্র অধিকার পরিষদ।

এ ঘটনায় আহত ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক সালেহউদ্দিন সিফাত ও অর্থ সম্পাদক আহনাফ সাঈদ খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাতে মেসেঞ্জারে ‘রাষ্ট্রবিরোধী’ কথাবার্তা বলার অভিযোগে মেফতাহুল মারুফ নামে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল প্রাধ্যক্ষ। তাকে ছাড়িয়ে আনতে গতকাল সকাল থেকেই শাহবাগ থানার সামনে অবস্থা নেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক-বর্তমান একদল শিক্ষার্থীসহ ছাত্র অধিকার পরিষদ পরিচালিত ‘স্টুডেন্ট অ্যাগেইনস্ট টর্চার (স্যাট)’ প্ল্যাটফরমের নেতা-কর্মীরা। অভিযোগের সত্যতা না পাওয়ায় গতকাল দুপুরে পুলিশ মারুফকে ছেড়ে দিলে তাকে নিয়ে ‘শিক্ষার্থী হয়রানি’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে চান স্যাটের নেতা-কর্মীরা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে আপত্তি জানান। তারা মারুফকে নিয়ে যেতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।

পরে এ ঘটনার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের বিপরীত পাশে কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগ সভাপতি ওয়ালিউল সুমনের একদল সমর্থক সিফাত ও আহনাফের ওপর হামলা চালান। এতে তাদের শরীরের বিভিন্ন অংশে জখম হয়। পরে অন্যরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার বিচারের দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আকরাম হোসেন। তবে অভিযোগের ব্যাপারে জানতে মুঠোফোনে কল দিয়ে জসীমউদ্দীন হল ছাত্রলীগ সভাপতি ওয়ালিউল সুমনের বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর