শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ফের ঊর্ধ্বমুখী করোনা

শিশুদের টিকা স্কুলে স্কুলে

নিজস্ব প্রতিবেদক

ফের ঊর্ধ্বমুখী করোনা

দেশে করোনাভাইরাস সংক্রমণ দুই সপ্তাহ ধরে কমার পর ফের বাড়তে শুরু করেছে। নমুনা পরীক্ষার বিপরীতে টানা তিন দিন ঊর্ধ্বমুখী রয়েছে শনাক্তের হার। ১৬ দিন পর আবারও এক দিনে তিনজনের মৃত্যুর খবর আসে ২৪ আগস্ট। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন। অথচ ১৩ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ১১ দিনের মধ্যে সাত দিনই মৃত্যুহীন ছিল দেশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৮৯৪ জনের নমুনা পরীক্ষায় ২৫৮ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৪.৩৮ শতাংশ। আগের দিন শনাক্ত হয়েছিলেন ১৬৭ জন। শনাক্তের হার ছিল ৩.৮৯ শতাংশ। অথচ সংক্রমণ কমতে কমতে ২২ আগস্ট শনাক্তের হার কমে দাঁড়িয়েছিল ৩.১৫ শতাংশে। ২৩ আগস্ট বেড়ে দাঁড়ায় ৩.৮৫ শতাংশে। এর পরের দুই দিনও শনাক্তের হার বাড়ল।

সংক্রমণ বাড়ায় দীর্ঘদিন পর আবারও সুস্থ হয়ে ওঠা রোগীর চেয়ে শনাক্তের সংখ্যা বেড়েছে গত ২৪ ঘণ্টায়। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২২১ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ১০ হাজার ৭৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩২০ জন।

শিশুদের টিকাদান স্কুলে স্কুলে : করোনা সংক্রমণ রোধে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সকালে শিশুদের টিকাদান শুরু হয়, চলে একটানা বিকাল ৩টা পর্যন্ত। আগামী ১৪ দিন শিশুদের দেওয়া হবে টিকা। রাজধানীর ২১ কেন্দ্রসহ দেশের ১২ সিটি করপোরেশনের ৫৫ জোন ও ৪৬৫ ওয়ার্ডে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের ১৪ দিন দেওয়া হবে টিকা। পর্যায়ক্রমে দেশের সব জায়গায় শুরু হবে শিশুদের টিকা দেওয়ার এ কার্যক্রম। করোনা প্রতিরোধে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের বিশেষ টিকা দেওয়া হচ্ছে। গতকাল ৫-১১ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের করোনা টিকার প্রথম ডোজের কর্মসূচি উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

সকালে রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন তিনি। এ সময় স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে। এটি ১৪ দিন চলবে। প্রাথমিকভাবে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ১২ সিটি করপোরেশনের স্কুল ও কমিউনিটি পর্যায়ে এ টিকা দেওয়া হচ্ছে। আমাদের মাইক্রোপ্ল্যান রয়েছে। পরে পর্যায়ক্রমে জেলা, উপজেলায়ও শিশুরা পাবে এ টিকা। ঢাকায় ২১ ও অন্যান্য সিটি করপোরেশনের ১৮৬ স্কুলের শিশুরা এ টিকা পাবে। এরপর সব বাচ্চাকে আমরা টিকা দেব।’

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর