শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা
সেন্সরশিপ প্রথার বিলুপ্তি দাবি

কাঁটাতারের বেড়ায় সংবাদ সম্মেলন

সাংস্কৃতিক প্রতিবেদক

কাঁটাতারের বেড়ায় সংবাদ সম্মেলন

কাঁটাতারের বেড়া দিয়ে গতকাল ডিআরইউ মিলনায়তনে সংবাদ সম্মেলন -বাংলাদেশ প্রতিদিন

স্বাধীন চলচ্চিত্র নির্মাণে বড় বাধা সেন্সর বোর্ডের খড়গ। বেঁধে দেওয়া বিভিন্ন  নিয়ম-কানুন বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কাছে। নিয়ম-নীতির নামে সেন্সর বোর্ডের খড়গ এখন চলচ্চিত্র নির্মাণে বড় বাধা হয়ে দেখা দিয়েছে। নির্মাতাদের অস্তিত্বও এখন হুমকির সম্মুখীন।  গ্লোবাল ট্রেন্ড, ওটিটি রাইজের সময়ে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যখন একটা প্রজন্ম এগিয়ে এসেছে তখন সেন্সর বোর্ডসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান প্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব বলেন শিল্পী, কলাকুশলী ও নির্মাতাদের একাংশ। ‘বাংলা চলচ্চিত্র বা কনটেন্টে সেন্সরশিপের খড়গ : গল্প বলার স্বাধীনতা চাই’ শিরোনামের এ সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু, নির্মাতা  মোরশেদুল ইসলাম, মোস্তফা সরয়ার ফারুকী, গিয়াসউদ্দিন সেলিম, অমিতাভ রেজা, পিপলু আর খান, মেজবাউর রহমান সুমন, অভিনয়শিল্পী তারিক আনাম খান, শম্পা রেজা, আফসানা মিমি, জয়া আহসান, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, ইরেশ যাকের প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,  ‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট মামলা করেছে। এ ছাড়া হলি আর্টিজানে জঙ্গি হামলার প্রেক্ষাপটে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’ সিনেমাটিও তিন বছর ধরে সেন্সরে আটকে আছে। সংবাদ সম্মেলনে বক্তারা স্বাধীন চলচ্চিত্র নির্মাণে সেন্সরশিপ প্রথা বাতিলের দাবি জানান। প্রস্তাবিত চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক চলচ্চিত্র সার্টিফিকেশন আইন প্রণয়ন করারও দাবি জানায় নির্মাতা ও শিল্পীদের একাংশ। চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, চাক্ষুস বাস্তবতা ও শিল্পের বাস্তবতা ভিন্ন জিনিস। সে বাস্তবতা বা ভাষা চলচ্চিত্র নির্মাতা কীভাবে নির্মাণ করবেন, সেক্ষেত্রে তাকে নিরঙ্কুশ স্বাধীনতা দেওয়া উচিত। নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, সমসাময়িক একটি ঘটনা নিয়ে সিনেমা বানাতে গেলে যে সেলফ সেন্সরশিপ, এমনটা হতে থাকলে তো চলচ্চিত্র বানানোই আর সম্ভব না। ‘শনিবার বিকেল’ সিনেমাটি নিয়ে তারা বলেন, এ সিনেমাটিকে নিয়ে বলা হয়েছে, সিনেমাটির কনটেন্ট বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমার চলচ্চিত্র তিন বছর ধরে সেন্সরের আপিল বোর্ডে পড়ে আছে। ‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করা, ‘শনিবার বিকেল’ কেন সেন্সর ছাড়পত্র পাচ্ছে না, তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে, প্রস্তাবিত ওটিটি নীতিমালার ক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলোচনা-সাপেক্ষে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ওটিটি নীতিমালা প্রণয়ন করতে হবে, চলচ্চিত্র কনটেন্ট বিষয়ক কোনো মামলা দায়ের করার আগে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (যেমন ওটিটি প্ল্যাটফর্মের জন্য প্রস্তাবিত কমিশন) সঙ্গে আলোচনা করতে হবে। সংবাদ সম্মেলনে এই পাঁচ দফা দাবি উত্থাপন করেন পিপলু আর খান। নির্মাতা ও কলাকুশলীরা জানান, সম্মেলনের পর উত্থাপিত  দাবি নিয়ে তারা তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের কাছে স্মারকলিপি পেশ করবেন বলেও জানান।

সর্বশেষ খবর