শিরোনাম
শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নভেম্বরে টিকফার বৈঠক চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারির কারণে গত দুই বছর বন্ধ থাকার পর আগামী নভেম্বরে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা ফোরাম টিকফার বৈঠক করতে চাইছে যুক্তরাষ্ট্র। গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর ইউএসটিআর-এর একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউএসটিআর-এর আন্ডার সেক্রেটারি ক্রিস্টোফার উইলসন। বৈঠক সম্পর্কে বাণিজ্য সচিব জানান, করোনা মহামারির কারণে গত দুই বছর সরাসরি টিকফার বৈঠক হয়নি। আগামী নভেম্বরে তারা এই বৈঠক অনুষ্ঠানে আগ্রহ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র শ্রম ইস্যু, মেধাস্বত্ব, দক্ষতা উন্নয়ন, জলবায়ু সহায়তাসহ নানা ইস্যুতে কথা বলেছে। আমরা বাণিজ্যও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছি। দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হচ্ছে। এর যে কোনো একটি মার্কিন বিনিয়োগকারীরা নিতে পারেন বলে তাদের জানানো হয়েছে। সচিব জানান, বাণিজ্য যুদ্ধের কারণে কিছু দেশ থেকে মার্কিন কোম্পানি তাদের বিনিয়োগ স্থানান্তর করছে। বাংলাদেশের পক্ষ থেকে রিলোকেটেড সেই মার্কিন বিনিয়োগ বাংলাদেশে সরিয়ে আনার সুযোগ আছে। আমরা তাদের বলেছি, তারা চাইলে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক বা ওষুধ শিল্পে তাদের বিনিয়োগ আনতে পারে। এর আগে ২০২০ সালে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম অ্যাগ্রিমেন্ট (টিকফা)-এর বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ৬টি পণ্যের অগ্রাধিকার বাজার সুবিধা চাওয়া হয়েছিল। এগুলো ছিল তৈরি পোশাক, হেলথ প্রোডাক্ট, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, সুগন্ধি চাল, তামাক ও প্রোডাকশন শেয়ারিং কটন।

 

সর্বশেষ খবর