শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

চুরির অভিযোগে আটক, ইউপি কক্ষে মিলল ঝুলন্ত লাশ

পঞ্চগড় প্রতিনিধি

চুরির অভিযোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়ন পরিষদের হেফাজতে থাকা মো. সুজন (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল ভোরে ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সকালে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে। তার বাড়ি জেলা সদরের গোয়ালপাড়া এলাকায়।

পুলিশ ও নিহতের পরিবার এবং ইউপি কার্যালয় সূত্র জানায়, মসজিদের ব্যাটারি চুরির অভিযোগে পঞ্চগড় সদর ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরান স্থানীয় লোকজন নিয়ে সুজন ও জাহেদুলকে আটক করেন। জিজ্ঞাসাবাদে সুজন মসজিদের ব্যাটারি চুরি করেছেন বলে স্বীকার করেন এবং সকালে চুরি করা ব্যাটারি ফেরত দেবেন বলে জানান। রাতে তাদের দুজনকে ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে আটকে রাখা হয়। সকালে তাদের জন্য নাস্তা নিয়ে এসে তাদের ডাকতে গেলে সুজনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় গ্রামপুলিশ। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, বিচারের অপমান সইতে না পেরে সুজন আত্মহত্যা করেছেন। তারা বলেন, গ্রামপুলিশ পাহারায় থাকা অবস্থায় আত্মহত্যার ঘটনা কীভাবে ঘটল? পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর