রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

প্রথমবারের মতো নৌপথে ভারত যাচ্ছে ঝুট

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে প্রথমবারের মতো নৌপথে ঝুট (গার্মেন্টের অব্যবহৃত কটন কাপড়) নিয়ে ভারতের আসামে যাচ্ছে কার্গো জাহাজ। আজ সকালে ৬৫০ কিলোমিটার দূরত্বের ধুবুরী বন্দরের উদ্দেশে যাত্রা করবে জাহাজটি। সময় লাগবে ৬-৭ দিন। গতকাল সকাল থেকে মুন্সীগঞ্জ সদর উপজেলা পশ্চিম মুক্তারপুর থেকে  একটি কার্গো জাহাজে লোড করা হয়েছে ১১১ মেট্রিক টন ঝুট। যা পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম রাজ্যে যাবে বলে জানা গেছে। এতে প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে ভারতে ঝুট রপ্তানি কার্যক্রম শুরু হলো। আজ রবিবার সকালে রওনা হবে চালানটি। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর থেকে মোক্তার হোসেন ট্রেডার্সের মাধ্যমে ১১১ টন ঝুট রপ্তানি হচ্ছে ভারতের আসাম রাজ্যে। যা গতকাল সন্ধ্যা নাগাদ রওনা হওয়ার কথা থাকলেও সময় পরিবর্তন করে আজ সকালে ভারতের আসামের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে ঝুটভর্তি জাহাজটির। বিআইডব্লিউটিএর পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বিগত সময় খালি জাহাজ ভারতে গিয়ে আমদানি পণ্য নিয়ে দেশে ফিরত। তবে এটি প্রথমবারের মতো নৌপথে রপ্তানি পণ্য ঝুট নিয়ে ভারত যাচ্ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর