রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা
অসহিষ্ণুতা

খুতবায় মাইক ব্যবহার নিয়ে সংঘর্ষ আহত ১৫

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে জুমার নামাজে খুতবায় মাইক ব্যবহার নিয়ে দ্বন্দ্বের জেরে দুই মেম্বারের (ইউনিয়ন পরিষদ সদস্য) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়েছেন। শনিবার উপজেলার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুরুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। সাবেক মেম্বার নূরুল ইসলাম ও বর্তমান মেম্বার সবুজ মিয়ার সমর্থকরা খুতবায় মাইক ব্যবহার নিয়ে এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। ঘটনার পর থেকে পুরুষশূন্য হয়ে পড়েছে ওই এলাকা। সংঘর্ষের সময় উভয় গ্রুপ টেঁটা, লাঠি ও লোহার পাইপ ব্যবহার করে।

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন সাবেক মেম্বার নূরুল ইসলাম গ্রুপের আটজন। অপরদিকে বর্তমান মেম্বার সবুজ মিয়ার ছয় সমর্থক আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে নূরুল ইসলামকে পরাজিত করে সবুজ জয়ী হন। আট মাস আগে ইউপি নির্বাচন হলেও তাদের মধ্যে গ্রুপিং বিদ্যমান। এর আগে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হলেও শনিবার সংঘর্ষের কারণ খুতবায় মাইক ব্যবহার নিয়ে। কুরুন্ডি গ্রামে ৩০০ গজের ব্যবধানে একটি মাদরাসা ও মসজিদ রয়েছে। জুমার নামাজে খুতবা পড়ার সময় মাইক ব্যবহার নিয়ে আপত্তি ওঠে। এ বিষয়ে শুক্রবার বিকালে স্থানীয় চেয়ারম্যান বাহার খানের মধ্যস্থতায় একটি সালিশ হলেও সমাধানে আসতে পারেনি। এরই জেরে শনিবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে মাদরাসা ও বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেন তারা।

অভিযুক্ত সাবেক মেম্বার নূরুল ইসলাম ও বর্তমান মেম্বার সবুজ মিয়ার ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় চেয়ারম্যান বাহার খান বলেন, নির্বাচন থেকেই দুই মেম্বারের মধ্যে মতবিরোধ চলছে। গতকাল বিকালে স্থানীয়ভাবে বসে সমাধান করতে পারিনি। আমি এলাকায় নেই। শুনছি তারা মারামারি করেছেন। বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি খুতবার সময় মাইক ব্যবহার নিয়ে মতবিরোধ হয়েছে সাবেক মেম্বার নূরুল ইসলাম ও বর্তমান মেম্বার সবুজ মিয়ার সমর্থকদের মধ্যে। এ নিয়ে উভয়ের মধ্যে মারামারি হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর