রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা
অসহিষ্ণুতা

ছাত্রীকে পুঁইত্তা ফালামু শিক্ষিকার মন্তব্য তদন্তে কমিটি

ইবি প্রতিনিধি

ছাত্রলীগের সাবেক সহসম্পাদক পরিচয় দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে পুঁতে ফেলার হুমকির অভিযোগ উঠেছে মাহবুবা সিদ্দিকা নামে এক শিক্ষিকার বিরুদ্ধে। তিনি ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও খালেদা জিয়া হলের হাউস টিউটর। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ছাত্রীটি ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের কাছে গতকাল লিখিত অভিযোগ দিয়েছেন। ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। যে ভাষার কথা উল্লেখ হয়েছে তা সত্য হলে এভাবে বলা সমীচীন হয়নি।’ ঘটনাটি তদন্তে খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক নাজমুল হুদাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে হল কর্তৃপক্ষ। জানা যায়, ২৩ আগস্ট হলের আসন বরাদ্দের জন্য সাক্ষাৎকার দিতে গেলে হেনস্তার শিকার হন ওই ছাত্রী। এ সময় তাকে ‘শিবির’ আখ্যা দিয়ে হুমকি দেন শিক্ষিকা। এতে শঙ্কিত হয়ে পরিচিত এক ছাত্রলীগ কর্মীকে বিষয়টি জানান ভুক্তভোগী। ছাত্রলীগ কর্মী সাগর তাকে হেনস্তা না করার অনুরোধ করলে ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে ডেকে মাহবুবা সিদ্দিকা বলেন, ‘আমি রোকেয়া হল ছাত্রলীগের সহসম্পাদক ছিলাম। চেনো তুমি আমারে? আমি কত পাওয়ার চালাইছিলাম তুমি জান? তোমার এলাকার মেয়র টিটু ভাইকে চেনো? ওইখানে তোমারে পুঁইত্তা ফালামু।’ ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘আমি ওই শিক্ষিকাকে চিনি না । তিনি এমনটা বলে অপরাধ করেছেন।’ হুমকি বিষয়ে অধ্যাপক মাহবুবা সিদ্দিকা বলেন, ‘বিষয়টি আংশিক সত্য। শিক্ষকরা শিক্ষার্থীকে হুমকি দিতে পারে না, শাসন করতে পারে।’ তিনি আরও বলেন, ‘ওই ছাত্রীকে পরেরবার ডাকা হয়েছে কারণ সে বাইরে গিয়ে ছাত্রলীগের আরেকটা ছেলের কাছে গিয়ে বলেছে। আর সে আমার ছাত্রের মারফতে আমাকে থ্রেট করেছে।’

 

সর্বশেষ খবর