মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা
জামায়াত প্রসঙ্গে ফখরুল

উত্তর না দেওয়াটাও গণতান্ত্রিক অধিকার

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর ‘জোট ত্যাগ’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘জিজ্ঞাসা আপনারা করতেই পারেন। কিন্তু এ ব্যাপারে আমি উত্তর দেব না। জিজ্ঞাসা করাটা আপনাদের যেমন গণতান্ত্রিক অধিকার, ঠিক তেমনি উত্তর না দেওয়াটাও আমার গণতান্ত্রিক অধিকার। আপনারা গণতান্ত্রিকভাবে যা খুশি বলতে পারেন, লিখে দেন নো প্রবলেম।’

গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব দলের চলমান বিক্ষোভ কর্মসূচি ১০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণা দেন। বলেন, ‘কর্মসূচিতে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। যেসব জেলা উপজেলা ইউনিয়ন মহল্লায় কর্মসূচি পালন করা সম্ভব হয়নি, সেসব স্থানে চলমান কর্মসূচি ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।’ জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২২ আগস্ট থেকে দেশব্যাপী পর্যায়ক্রমে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, আবদুস সালাম, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গতকাল সকালে জাতীয় পার্টির একাংশের সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সারা দেশে বিএনপির আন্দোলন বেগবান হয়েছে। সরকারের পতন ঘটাতে মানুষ রাস্তায় নেমে এসেছে। আর আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়ে সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে। স্মরণসভায় জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, মনিরুজ্জামান চৌধুরী, এ এস এম শামীম, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সৈয়দ এহসানুল হুদা, ড. ফরিদুজ্জামান ফরহাদ, খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর