মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সম্রাটের জামিন বাতিল চেয়ে হাই কোর্টে দুদকের আবেদন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরী দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের জামিন বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ আবেদন করেন। আবেদনটি বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ থেকে অনুমতি নিয়ে করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান ২২ আগস্ট সম্রাটকে শর্ত সাপেক্ষে জামিন দেন। ওই জামিন আদেশ বাতিল চেয়ে রিভিশন আবেদন করে দুদক। জামিনের শর্তের মধ্যে রয়েছে সম্রাটকে তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। আর আদালতের অনুমতি না নিয়ে তিনি বিদেশে যেতে পারবেন না। এ মামলায় জামিনের মধ্য দিয়ে সব মামলায় জামিন পেয়ে কারামুক্ত হন সম্রাট। এদিকে ১৯ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠনের দিন ঠিক করে দিয়েছেন বিচারিক আদালত। এর আগেও ১১ মে বিচারিক আদালত সম্রাটকে জামিন দিয়েছিলেন। পরে দুদকের আবেদনে ১৮ মে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সম্রাটের জামিন বাতিল করে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন হাই কোর্ট। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী ২৪ মে বিচারিক আদালতে সম্রাট আত্মসমর্পণ করেন। পরে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র‌্যাব।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর