মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতার মামলায় কারাগারে যুবলীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান করার নামে চাঁদা দাবি এবং পরে টাকা ছিনতাইয়ের অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মামলায় স্থানীয় যুবলীগ কর্মী আনোয়ার হোসেন সালেককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সালেককে রবিবার নগরের কাউনিয়া থানা পুলিশ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক আল ফয়সাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার নগরের ভাটিখানা থেকে সালেককে গ্রেফতার করে পুলিশ। সালেক যুবলীগের সক্রিয় কর্মী হলেও ২০০৪ সালের পর মহানগর যুবলীগের নতুন কমিটি না হওয়ায় দলে তার কোনো পদপদবি নেই বলে জানিয়েছেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। সালেক সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহিদ ফারুক এমপির অনুসারী হিসেবে পরিচিত। মামলার বাদী হুমায়ুন কবির শামীম সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর অনুসারী। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ৫ আগস্ট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৫ নম্বর ওয়ার্ডে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৪ আগস্ট আসামিরা একই ওয়ার্ডে শোক দিবসের অনুষ্ঠান করার নামে হুমায়ুন কবির শামীমের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২৬ আগস্ট আসামিরা তাকে (বাদী) মারধর করে সঙ্গে থাকা ৫ হাজার ২২০ টাকা ছিনিয়ে নেন। বিষয়টি মহানগর আওয়ামী লীগ নেতাদের অবহিত করে ২৭ আগস্ট থানায় মামলা করেন তিনি।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর