মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ঋণখেলাপিরা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা আনতে পরিচালক নিয়োগে নানা শর্ত জুড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণখেলাপিরা কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে গতকাল এক প্রজ্ঞাপন জারি করে তা সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বরাবর  পাঠিয়েছে। প্রজ্ঞাপন অনুসারে, এখন থেকে কোনো পরিচালক বা তার স্বার্থসংশ্লিষ্ট কোম্পানি ঋণখেলাপি হলে, তাকে পরিচালক পদে নিয়োগ দেওয়া যাবে না। একই সঙ্গে পরিচালক নিয়োগ, অব্যাহতি বা বরখাস্ত করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। এর আগে আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত ছিল না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর