শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
কৃষি

ছাদ বাগানে সফল আয়েশা আশরাফী

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

ছাদ বাগানে সফল আয়েশা আশরাফী

শখের বসে নিজের ছাদে লাগিয়েছিলেন কয়েকটি ফলের চারা। সেই ফল গাছ থেকে ফল পেরে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ করে খাবার পর থেকেই সিদ্ধান্ত নেন ছাদ বাগানের। ফরিদপুর শহরের গৃহলক্ষীপুর এলাকায় তার বাগানে ফলের গাছে ঝুলছে কাঁচা-পাকা বর্ণিল ফল। অল্পদিনের ব্যবধানে ছাদ বাগানে ফলের গাছ লাগিয়ে সেখান থেকে আয় করার সফলতা দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন শিক্ষক আয়েশা আশরাফী। ছাদ বাগানের ফল চাষের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা মিটিয়ে এখন তা বিক্রি করছেন। আয়েশা আশরাফীর ছাদ বাগানের সফলতা দেখে অনেক নারীই এখন আগ্রহ দেখাচ্ছেন এ জাতীয় কর্মযজ্ঞের। অনেকেই পরামর্শ ও গাছের চারা নিচ্ছেন তার কাছ থেকে। বাড়িতে থেকে কিছুটা পরিশ্রম করে অর্থ উপার্জন যে করা যায় তার উদাহরণ হচ্ছেন শিক্ষিক নারী আয়েশা আশরাফী। ছাদ বাগানের শুরুর গল্পটা তেমন একটা সহজ ছিল না আয়েশা আশরাফীর। ইডেন মহিলা কলেজ থেকে পড়াশোনা শেষ করে ঘরে বসে থাকেননি তিনি। কিছু একটা করার চিন্তা ঢুকে তার মাথায়। নিজের আয়ে নিজেই কিছু করবেন এ চিন্তা থেকেই উদ্যোগ নেন ভালো কিছু করতে। এর পরিপ্রেক্ষিতে গত তিন বছর আগে শখের বসে তার বাড়ির ২ হাজার ৪০০ বর্গফুটের ছাদে মাত্র ৫টি ফলের গাছ দিয়ে শুরু হয় বাগানের যাত্রা। এখন তার ছাদ বাগানে শোভা পাচ্ছে দেশি-বিদেশি শতাধিক প্রজাতির ফলের গাছ। এসব গাছে এখন থোকায় থোকায় ঝুলছে ডালিম, পেয়ারা, ড্রাগন, জাম্বুরা, ত্বীন ও সফেদা ফল। আখ থেকে শুরু করে মেক্সিকান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়ার আনার, ড্রাগন, থাই মিষ্টি জাম্বুরা, আমলকি, আমড়া, পেয়ারা, মাল্টা, লটকন, আঙ্গুর, ডুমুর, লংগান, মিষ্টি তেঁতুল, জলপাই, লেবুসহ বিভিন্ন প্রজাতির ফলের গাছ রয়েছে তার ছাদ বাগানে। বর্তমানে তিনি ছাদ বাগান থেকে ফল ও চারা বিক্রি করে প্রতি মাসে আয় করছেন অর্ধ লক্ষ টাকা। শুধু ফলই নয়, তার ছাদ বাগানে চাষ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির শাক-সবজি। যা দিয়ে তার পরিবারের চাহিদা মেটানো হচ্ছে।

 

সর্বশেষ খবর