বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

৯ ঘণ্টা পর রাঙামাটিতে হরতাল প্রত্যাহার

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা ৩২ ঘণ্টা হরতাল প্রত্যাহার করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলসহ সাত দফা দাবিতে এই হরতাল ডাকার ৯ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়।

পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান গতকাল দুপুর ৩টার দিকে শহরের এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, রাঙামাটি জেলা পরিষদে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের অস্থায়ী কার্যালয়ে বুধবার বিশেষ সভা হওয়ার কথা ছিল। কমিশন এক বিজ্ঞপ্তিতে বৈঠক বাতিল করার কথা জানায়। তাই আমরাও হরতাল প্রত্যাহার করে নিয়েছি। হরতাল প্রত্যাহারের পর বিকাল ৪টা থেকে রাঙামাটি শহরে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল ৬টা থেকে রাঙামাটিতে কঠোর হরতাল পালন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা-কর্মীরা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর