শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পি কেসহ ১৪ জনের বিচার শুরু

আদালত প্রতিবেদক

পি কেসহ ১৪ জনের বিচার শুরু

গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন। ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পলাতক পি কে হালদার ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- পি কে হালদারের মা লীলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রীতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায়, স্বপন কুমার মিস্ত্রি, অবন্তিকা বড়াল, শঙ্খ বেপারি, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধা। তাদের মধ্যে অবন্তিকা, শঙ্খ, সুকুমার ও অনিন্দিতা কারাগারে আছেন। মামলা সূত্রে জানা গেছে, দেশের চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে পি কে হালদারসহ আসামিরা মিলেমিশে নামে-বেনামে বিভিন্ন কোম্পানির নামে সাড়ে ৩ হাজার কোটি টাকা বের করে নেন। এ ঘটনায় ২০২০ সালের ৮ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর তদন্ত করে দুদক পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

 

সর্বশেষ খবর