শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ঢাকার ১৬ স্থানে সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

কাল (শনিবার) থেকে রাজধানীতে ঢাকা মহানগর বিএনপির ১৬ দিনের সমাবেশ কর্মসূচি শুরু হচ্ছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে ১৬টি এলাকায় ভাগ করে ১৬টি জনসভা স্থল নির্ধারণ করা হয়েছে। প্রথম দিনের সমাবেশটি হবে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল ৩টায়। পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর- এই তিন থানা বিএনপি মিলে একত্রে এই সমাবেশের আয়োজন করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। স্থায়ী কমিটিসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে অংশ নেবেন। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগামী ১৬ দিনে ঢাকা মহনগরীর ১৬টি স্থানে ১৬টি জনসভার আয়োজন করা হবে। এ জন্য মহানগর উত্তর ও দক্ষিণ মিলে ১৬টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। কয়েকটি থানা বিএনপির কমিটি একত্রিত হয়ে এই জনসভাগুলোর আয়োজন করবে। এতে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

সর্বশেষ খবর