শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গ্যাসের চুলায় দগ্ধ ছয় জনেরই মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরায় গ্যাসের চুলা থেকে লাগা আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় ইয়াছিন (১২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ ছয়জনেরই মৃত্যু হলো। গতকাল সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর আগে মঙ্গলবার ভোর থেকে সোমবার রাত পর্যন্ত একে একে মারা যান পরিবারের অন্য পাঁচ সদস্য। তারা হলেন মরিয়ম (৪), শাহাদত (২০), বেগম (৬০), পান্না বেগম (৫০) ও সোনিয়া আক্তার (২৪)। ইয়াসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, ইয়াছিনের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছয়জনই মারা গেলেন। মঙ্গলবার ভোরে জিনজিরার মান্দাইল মন্দিরের সামনের বাসায় গ্যাসের চুলা থেকে লাগা আগুনে ছয়জন দগ্ধ হন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা শাহাদতের বন্ধু নাজমুল হাসান সাকিব জানিয়েছিলেন, দগ্ধরা দোতলা বাসার নিচ তলায় থাকেন। ভোরে আগুন আগুন চিৎকার শুনে লোকজন ছুটে গিয়ে ছয়জনকে দগ্ধ অবস্থায় পান। পরে তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করান। সাকিব আরও জানান, ভোরে বেগম রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন লেগে যায়।

সর্বশেষ খবর