সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

৯৮ ভরি সোনা লুটে পুলিশ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কেরানীগঞ্জে ৯৮ ভরি সোনা লুটের ঘটনায় জড়িত অভিযোগে মুন্সি কামরুজ্জামান লিখন নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। গতকাল এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার এসআই অলক কুমার দে এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার ঊর্ধ্বতন কর্মকর্তারা কামরুজ্জামানকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। কামরুজ্জামান রাজধানীর লালবাগ থানার কনস্টেবল।

গত ২ সেপ্টেম্বর মানিকগঞ্জ থেকে এক ব্যবসায়ী ৯৮ ভরি সোনা নিয়ে বিক্রি করার উদ্দেশে রাজধানীর তাঁতীবাজারে আসেন। তাকে অনুসরণ করে আরেক ব্যক্তি সেখানে যান। তিনি মূলত ইনফরমার ছিলেন। শুক্রবার তাঁতীবাজার বন্ধ থাকায় ওই ব্যবসায়ী সোনা বিক্রি করতে না পেরে ফিরে যাচ্ছিলেন। পথে কেরানীগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে আগে থেকে ওতপেতে থাকা কয়েকজন পুলিশ পরিচয়ে দিয়ে তাকে আটক করে গাড়িতে তুলে নেয়। পরে তার সঙ্গে থাকা ৯৮ ভরি সোনা লুট করে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের নির্জন স্থানে নিয়ে তাকে ছেড়ে দেয়। পরে এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মামলা করলে পুলিশ তথ্য-প্রযুক্তির ব্যবহার করে কনস্টেবল কামরুজ্জামানের সম্পৃক্ততা পায়। এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বলেন, সোনা লুটের ঘটনায় এ পর্যন্ত আমরা পাঁচজনকে শনাক্ত করেছি। এর মধ্যে কনস্টেবল কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর