সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ঢাবিতে পচা খাবার বিক্রির অভিযোগে দোকান বন্ধ করল ছাত্ররা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

‘পচা খাবার’ পরিবেশন করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে ‘তসলিমের খাবারের দোকান’ নামে একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে হলটির বিক্ষুব্ধ ছাত্ররা। শনিবার রাত ৯টার দিকে দোকানটি বন্ধ করে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানায়, রাতে খাওয়ার সময় হলের শিক্ষার্থী আলম বাদশা মুরগির মাংসে পচা গন্ধ পান। তাৎক্ষণিকভাবে দোকানের কর্মচারীকে দেখালে তিনি টাটকা খাবার বলে দাবি করেন। তবে উপস্থিত শিক্ষার্থীরা পচা মাংস বলে নিশ্চিত করলে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাঁড়ি উল্টে খাবারগুলো মাটিতে ফেলে দেন এবং দোকারে তালা আটকে দেন। পরে হলের ক্যান্টিন ও দোকানের দায়িত্বে থাকা আবাসিক শিক্ষক মোহাম্মদ মোবারক হোসেন ও শাখা ছাত্রলীগের সহযোগিতায় দোকান বন্ধ করে দেওয়া হয়।

হলের শিক্ষার্থীরা জানান, ওই দোকানের মালিক তসলিম হলের একজন নিরাপত্তাকর্মী। হলের কর্মচারী হওয়ার পাশাপাশি তিনি দীর্ঘ সময় ধরে খাবারের দোকান চালাচ্ছেন। এর আগে, বিভিন্ন সময় পচা খাবার খাওয়ানো, খাবারের অতিরিক্ত দাম রাখার অভিযোগে তার দোকান একাধিকবার বন্ধ করা হয়েছিল। কিন্তু এর পর দুই একদিন ঠিক থাকলেও কিছুদিন পর সব আগের মতোই চালাতে শুরু করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারও করেন। এমনকি তার কর্মচারীরাও দুর্ব্যবহার করেন।

সর্বশেষ খবর