সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কারাম উৎসবে মিলনমেলা নওগাঁয়

নওগাঁ প্রতিনিধি

কারাম উৎসবে মিলনমেলা নওগাঁয়

পত্নীতলায় ঐতিহাসিক কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শনিবার দিনব্যাপী কারাম উৎসব ও আদিবাসী সাংস্কৃতিক মিলনমেলায় বিভিন্ন স্থান থেকে আগত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের নিজেদের ভাষা সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরে। এ বছর কারাম উৎসবে অংশ নেয় সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মুন্ডা, ওঁরাও, বেদিয়া, সাঁওতাল, খাসিয়াসহ বিভিন্ন জাতিসত্তার ২০টি সাংস্কৃতিক দল। তারা নাচ-গান পরিবেশন করে নিজস্ব কৃষ্টি কালচার তুলে ধরেন। দুপুর থেকেই শুরু হয় ঢোল, মাদল আর মন্দিরার শব্দে ঐতিহ্যবাহী দলবদ্ধ নৃত্য। তাদের নিজস্ব ভাষায় গাওয়া গান আর ছন্দময় নাচে অংশ নেয় তরুণ-তরুণী ও যুবক-যুবতীরা।

জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহীর সাংগঠনিক সম্পাদক নরেন পাহান বলেন, ‘প্রতি বছরই কারাম উৎসব হয়ে থাকে। এ উৎসবে দুই ভাই ধর্মা ও কর্মার জীবনী তুলে ধরা হয়। এতে আমাদের সংসারে অভাব-অনটন দূর হয়ে যায়। বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা পাওয়া যায়। এ বিশ্বাস থেকে বংশপরম্পরায় এই কারাম ডাল পূজা করে আসছেন তারা।’

সর্বশেষ খবর