মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
লন্ডনে অপেক্ষা এলিজাবেথের জন্য

রূপকথার নয়, ছিলেন বাস্তবের রানি

আ স ম মাসুম, বাকিংহাম প্যালেস থেকে

রূপকথার নয়, ছিলেন বাস্তবের রানি

স্কটল্যান্ডের এডিনবার্গে রানির কফিনবাহী গাড়ি এএফপি

চোখের পানির সমুদ্র দেখেছেন কেউ! ব্রিটেনে এমন অবস্থায়ই চলছে। সরেজমিন বাকিংহাম প্যালেসের সামনে গেলে দেখা যায়, নীরবে চোখের পানি ফেলা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন। প্রতিদিন এখানে এসে কিছুটা সময় কাটিয়ে যাচ্ছেন লাখো মানুষ। কেউ ফুল দিচ্ছেন, কেউ ছোট চিরকুটে লিখে যাচ্ছেন মনের কথা। ইতিহাস বলে, ২৫ বছর আগে ব্রিটেনে এত মানুষ একসঙ্গে চোখের পানি ফেলেছিলেন সম্ভবত প্রিন্সেস ডায়ানার মৃত্যুতে। বাকিংহাম প্যালেসের সামনে চোখের পানি ফেলা ক্রিস্টিনা বলেন, ৭০ বছরের শাসনামলে ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনকে তৈরি করেছেন বহুজাতি, ধর্ম আর বিশ্বাসের দেশ হিসেবে। ৬০ বছর বয়সী পল আর্থার বলেন, আমরা জন্ম থেকেই দেখছি তিনি আমাদের রানি। আমরা সৌভাগ্যবান যে, রূপকথার রানি নয়, বাস্তবের রানি দেখেছি। স্টিভেন বলেন, ‘তিনি সাধারণ মানুষের জন্য রাজপরিবারের অনেক নিয়ম ভেঙেছিলেন। রাজপরিবারকে জনগণের কাছাকাছি নিয়ে আসতে পেরেছিলেন।’ এখনো মৃতদেহ লন্ডনে পৌঁছায়নি। পৌঁছাবে মঙ্গলবার লন্ডন সময় সন্ধ্যা ৭টায়। সেখান থেকে বাকিংহাম প্যালেসে মৃতদেহ নিয়ে আসা হবে। বুধবার মৃতদেহ শেষবারের মতো বের হবে বাকিংহাম প্যালেস থেকে। সেই বাকিংহাম প্যালেস, যেখানে কাটিয়েছেন জীবনের তাৎপর্যপূর্ণ ৯৬ বছর। এখান থেকেই পৃথিবীর বড় একটি অংশ শাসন করেছেন। ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর মৃতদেহ থাকবে ওয়েস্টমিনস্টার হলে, জনসাধারণের শোক জানানোর জন্য। সর্বশেষ ২০০২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের মাকে এখানে রাখা হয়েছিল, তখন প্রায় ২ লাখ মানুষ সেখানে শ্রদ্ধা জানাতে আসেন। ধারণা করা হচ্ছে এর চেয়ে কয়েকগুণ বেশি মানুষ আসবেন রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে। ১৯ সেপ্টেম্বর মৃতদেহ নেওয়া হবে উইন্ডসর চ্যাপেলে। সেখানেই রয়েল ভল্টে শায়িত করা হবে প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের পাশে। সেদিন জড়ো হবেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথি ও বিশ্বনেতারা। রাজপরিবার ও খ্রিস্টান রীতিতে হয়তো সম্পন্ন হবে রানির জাগতিক সবকিছু। তবে তিনি বেঁচে থাকবেন হাজার বছর ধরে। যেখানে রানি দ্বিতীয় এলিজাবেথ শুধু এক রাজপরিবারের রানি নন, তিনি জনগণের রানি।

পার্লামেন্টে রাজার ভাষণ, বাজল নতুন জাতীয় সংগীত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর