মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

এক দিনেই ডেঙ্গুতে গেল চার প্রাণ, হাসপাতালে সহস্রাধিক

করোনা শনাক্তের হার ৫৩ দিনের মধ্যে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক

এক দিনেই ডেঙ্গুতে গেল চার প্রাণ, হাসপাতালে সহস্রাধিক

ক্রমেই খারাপের দিকে যাচ্ছে ডেঙ্গু ও করোনা পরিস্থিতি। গত তিন দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে ছয়জনের, যার মধ্যে গত ২৪ ঘণ্টায়ই মারা গেছেন চারজন। গত এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৫ জন ডেঙ্গু রোগী। আগের রোগী মিলে ভর্তি আছেন ১ হাজার ১১২ জন। অন্যদিকে নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার টানা আট দিন বেড়ে গত ২৪ ঘণ্টায় ৯ দশমিক ২৩ শতাংশে দাঁড়িয়েছে, যা ৫৩ দিনের মধ্যে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত তিন দিনেই ৯৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু ঢাকায় ভর্তি হয়েছেন ৭১১ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩৪৫ জন ডেঙ্গু রোগীর মধ্যে ২২৮ জন ঢাকায় ও ১১৭ জন ঢাকার বাইরে। আগের রোগী নিয়ে গতকাল ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৫৩ ও ঢাকার বাইরের হাসপাতালে ২৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন।

চলতি বছর সারা দেশে মোট ৯ হাজার ৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ২৯৯ ও ঢাকার বাইরে ১ হাজার ৭৯৬ জন ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন মোট ৭ হাজার ৯৪৬ জন। মারা গেছেন ৩৭ জন।

এদিকে করোনাভাইরাসও ফের মাথা চাড়া দিয়ে উঠেছে। নমুনা পরীক্ষায় গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২১ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৯.২৩ শতাংশ, যা ৫৩ দিনের মধ্যে সর্বোচ্চ। সবশেষ এর চেয়ে বেশি ৯.৮১ শতাংশ শনাক্ত হারের খবর এসেছিল ২১ জুলাই। জুলাইয়ে করোনার চতুর্থ ঢেউয়ের পর সংক্রমণ কমতে কমতে ২২ আগস্ট শনাক্তের হার ৩.১৫ শতাংশে নেমে এসেছিল। এরপর ফের বাড়তে শুরু করে। দেড় মাসের বেশি সময় পর গত ২৪ ঘণ্টায় ফের শনাক্তের হার ৯ শতাংশ ছাড়িয়ে গেছে। গত এক দিনে করোনায় কেউ মারা না গেলেও আগের দিন দুজনের মৃত্যু হয়। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ১৫ হাজার ৩০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৫৯ হাজার ৩৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯১ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর