মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পার্লামেন্টে রাজার ভাষণ, বাজল নতুন জাতীয় সংগীত

প্রতিদিন ডেস্ক

পার্লামেন্টে রাজার ভাষণ, বাজল নতুন জাতীয় সংগীত

রাজা চার্লস

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে পার্লামেন্ট সদস্যদের সামনে ভাষণ দিলেন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস। এ সময় তিনি নিবেদিতপ্রাণ হয়ে মায়ের পথ অনুসরণ করতে দৃঢ়সংকল্পবদ্ধ থাকার  প্রতিশ্রুতি দেন। সিএনএন জানায়, চার্লসের ভাষণ শেষ হতেই বাজানো হয় ব্রিটিশ জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কিং।’

গতকাল সকালে ওয়েস্টমিনস্টার হলে জড়ো হন হাউস অব লর্ডস ও হাউস অব কমন্সের সদস্যরা। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ৯০০ আইনপ্রণেতা এসেছেন শোক জানাতে। একদিকে রানির মৃত্যুতে শোক পালন, অন্যদিকে নতুন রাজার দায়িত্ব গ্রহণ- দুই রকম অনুভূতি দেশটির আইনপ্রণেতাদের মধ্যে। একপর্যায়ে হলে উপস্থিত হন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস এবং তাঁর স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা। তিনি পার্লামেন্ট সদস্যদের সামনে হাজির হওয়ার পর বক্তব্য দেন লর্ড স্পিকার। বলেন, রানি দ্বিতীয় এলিজাবেথ একই সঙ্গে ছিলেন নেতা এবং জনগণের সেবক। পরে পার্লামেন্ট সদস্যদের সামনে বক্তব্য দেন রাজা তৃতীয় চার্লস। এ সময় তিনি তাঁর মাকে হারানো অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে বলেন, ‘রানি দীর্ঘ সময় জাতি ও জনগণকে নিবেদিতভাবে যে সেবা দিয়ে গেছেন তাঁর স্মরণেই আজ আমরা একত্রিত হয়েছি। তিনি অনেক কম বয়সেই দেশ ও জনগণের সেবা দেওয়ার জন্য নিজে থেকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। সেই প্রতিশ্রুতি তিনি অদম্য আত্মত্যাগের সঙ্গেই পূরণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘ঈশ্বরের সহায়তায় এবং আপনাদের সাহচর্যে নিঃস্বার্থভাবে কর্তব্য পালনের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। আমিও নিবেদিতপ্রাণ হয়ে সে পথ অনুসরণ করতে দৃঢ়সংকল্পবদ্ধ।’ ওয়েস্টমিনস্টার হলে চার্লসের ভাষণ শেষ হতেই বাজানো হয় ব্রিটিশ জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কিং’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর