মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ধর্ষণে ব্যর্থ হয়ে মারধরের অভিযোগ

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে এক গৃহবধূকে (২০) ধর্ষণে ব্যর্থ হয়ে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে পালিয়ে যাওয়ার সময় এক পথচারীর সামনে পড়লে তাকেও মারধর করা হয় বলে জানা গেছে। গত রবিবার রাতে উপজেলার তাঁতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে প্রতিবেশী হানিফ হাওলাদারের (৫৫) বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। অভিযুক্ত হানিফ নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতিপাড়া গ্রামের মুজাম্মেল হাওলাদারের ছেলে। 

অভিযোগে জানা যায়, দীর্ঘ চার মাস ধরে গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন হানিফ হাওলাদার। বিভিন্ন অজুহাত দেখিয়ে গৃহবধূর মোবাইল নম্বর সংগ্রহ করে কল দিয়ে উত্ত্যক্ত করতেন। গত রবিবার গৃহবধূ রাতের খাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নেন। এ সময় হানিফ ওই গৃহবধূর ফোনে কল দিয়ে বলেন, আমি তোমার ঘরে আসতেছি। কিছুক্ষণের মধ্যেই হানিফ গোপনে ওই গৃহবধূর বাড়িতে ঢুকেন। পরে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ওই গৃহবধূ চিৎকার করলে তাকে বেধড়ক মারধর করে পালিয়ে যান হানিফ। পালিয়ে যাওয়ার সময় রাস্তায় এক পথচারীর সঙ্গে দেখা হলে তাকেও মারধর করেন হানিফ। এ সময় অভিযুক্ত হানিফ গৃহবধূ ও পথচারীকে হুমকি দিয়ে যান এ ঘটনা কেউ জানলে পথচারী ব্যক্তির সঙ্গে গৃহবধূর পরকীয়া সম্পর্ক আছে বলে সবাইকে বলা হবে ও ফেসবুকে পোস্ট করা হবে। পরে স্থানীয়রা হানিফকে আটক করেলেও ছেড়ে দেয়। গ্রামবাসী ৯৯৯-এ কল দিলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ যায়। স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে তালতলি থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর