শিরোনাম
বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

একই রাতে সাপের কামড়ে মৃত্যু বউ শাশুড়ির

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসার জয়ন্ত্রী হাজরা ইউনিয়নের মামুদানীপুর গ্রামে এক রাতে সাপের কামড়ে নববধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। গতকাল সকালে প্রথমে নববধূ কামরুন্নাহার (১৭) ও পরে শাশুড়ি জয়নব বেগম (৪৮) চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান। জয়নব বেগমের ছেলে মুন্নাফ হোসেন জানান, রাতে প্রায় একই সময়ে তার মা ও ছোট ভাইয়ের স্ত্রী কামরুন্নাহারের হাতে ও মাজায় পোকায় কামড় দেওয়ার কথা জানান। ভোরে তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসার একপর্যায়ে আগে ভাবি কামরুন্নাহার ও পরে মা জয়নব বেগমের মৃত্যু হয়।

জয়ন্ত্রী হাজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সকিব খান টিপু জানান, রাতেই ওঝা ডেকে বউ-শাশুড়ির চিকিৎসা করানো হয়। সকাল সাড়ে ৬টার দিকে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থা গুরুতর হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর আগে নববধূ ও পরে শাশুড়ির মৃত্যু হয়। জানা যায়, ছয় মাস আগে কামরুন্নাহারের বিয়ে হয়। খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল জানান, দুজনকেই মুমূর্ষু অবস্থায় হাসপাতলে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের সাপে কেটেছে। বিষয়টি আরও নিশ্চিত হওয়া এবং উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। অনেক দেরি হওয়ায় তাদের শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে।

 

সর্বশেষ খবর