বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কিংবদন্তি পরিচালক গদার আর নেই

প্রতিদিন ডেস্ক

কিংবদন্তি পরিচালক গদার আর নেই

বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা জঁ লুক গদার (৯১) আর নেই। গতকাল এ নির্মাতার মৃত্যু হয়েছে বলে ফ্রান্সের দৈনিক লিবারেশনের বরাত দিয়ে জানিয়েছে দ্য গার্ডিয়ান। গদারকে ফ্রান্সের নতুন ধারার চলচ্চিত্রের পথিকৃৎ হিসেবে বিবেচনা করেন সমালোচকরা। ষাটের দশকে চলচ্চিত্রে আবির্ভাব ঘটে তাঁর। ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘ব্রেথলেস’    নির্মাণ করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। সিনেমা নির্মাণের প্রচলিত রীতি ভেঙে নতুন ভাষা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এ নির্মাতা। সাত দশকের ক্যারিয়ারে দর্শকদের ‘ম্যাস্কুলিন ফেমিনিন’, ‘দ্য লিটল সোলজার’, ‘মেড ইন ইউএসএ’র মতো কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন গদার।

২০১০ সালে একাডেমি অ্যাওয়ার্ডে সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয় তাঁকে। ২০১৮ সালে তাঁর সিনেমা ‘ইমেজ বুক’ স্পেশাল পুরস্কার পেয়েছে। ২০১৪ সালে তাঁর সিনেমা ‘গুডবাই’ কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার পায়।

 

 

সর্বশেষ খবর