শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রানিকে শ্রদ্ধা জানাতে দুই মাইল লাইন

যুক্তরাজ্য প্রতিনিধি

রানিকে শ্রদ্ধা জানাতে দুই মাইল লাইন

এমন অসাধারণ ঘটনা এর আগে কখনো ঘটেনি। রানি দ্বিতীয় এলিজাবেথের জীবন যেমন রাজসিক ছিল, তাঁর বিদায়ও তেমন রাজসিক। পৃথিবীর ইতিহাসে এর আগে কোনো রাষ্ট্রপ্রধানের শোক এভাবে পালন হয়নি। রানির কফিনে শেষ শ্রদ্ধা জানানোর আয়োজন চলছে দিনরাত ২৪ ঘণ্টা। রানিকে শ্রদ্ধা জানাতে বৃষ্টি উপেক্ষা করে সারা রাত ধরে মানুষের ঢল থামেনি, কেউ কেউ তাঁবু টাঙিয়ে  থেকেছেন রাস্তায়। মিশেল নামের একজন তাঁবু টাঙিয়ে ছিলেন, সঙ্গে নিয়ে এসেছেন দুই বাচ্চাকে। তিনি বলেন, রানিকে শেষ বিদায় জানাব বলে ২৪ ঘণ্টা ধরে এখানে আছি। বাচ্চাদের নিয়ে এসেছি রানির প্রতি কৃতজ্ঞতা জানাতে। রানির প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের লাইন হয়েছে দুই মাইল দীর্ঘ, আর সর্বোচ্চ সময় লাগছে ৩০ ঘণ্টা। তারপরও মানুষের আগ্রহ, ভালোবাসা, ধৈর্যের কমতি নেই। পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করছে বিবিসি, আইটিভিসহ বিশ্বের অনেক দেশ। বলা হচ্ছে সম্প্রচারের ইতিহাসে এটি সবচেয়ে বড় লাইভ। ইতালি, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে জড়ো হয়েছেন মানুষ। জার্মানি থেকে আসা ওয়াগনার নামে একজন বলছিলেন, রানি এই পৃথিবীর জন্য অনেক করেছেন। তাই আমি তাঁকে শেষ বিদায় জানাতে জার্মানি থেকে এসেছি। ওয়েস্টমিনস্টার হলে, রানির লাশের সামনে প্রতি সেকেন্ডে মানুষ ঢুকছেন, মাথা ঝুঁকে রানির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, চোখের পানি ফেলছেন! ভেনেসা নামের একজন শ্রদ্ধা জানানোর পর প্রতিক্রিয়ায় বলেন, হলের ভিতরে নৈশব্দ একই ধরনের শান্তিময় পরিবেশ। গেলাম, দাঁড়ালাম, শ্রদ্ধা জানালাম।

 

 নিজের কাছেই ভালো লাগছে, যাঁকে ঘিরে আমাদের স্বপ্ন, অতীত, ভবিষ্যৎ তাঁকে শেষ বিদায় জানাতে পেরে। রানির শেষ বিদায়ের আয়োজন সফল করতে চার দিনব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিন মাইলব্যাপী দীর্ঘ লাইনের জন্য ৫০০ পোর্টেবল টয়লেট স্থাপন করা হয়েছে। ব্রিটেনের বিভিন্ন প্রান্তের সঙ্গে লন্ডনে রাত্রিকালীন ট্রেন চালু করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর সকাল পর্যন্ত চলবে এভাবে। ধারণা করা হচ্ছে অন্তত ১০ লাখের বেশি মানুষ এই চার দিনে রানির লাশে শোক ও শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।

সর্বশেষ খবর