শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৩৪ হাজার

নিজস্ব প্রতিবেদক

এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৩৪ হাজার

এসএসসি ও সমমান পরীক্ষা গতকাল শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডে মোট ৩৩ হাজার ৮৬০ জন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে বহিষ্কার হয়েছে ২৬ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৭৫ শতাংশ। এসএসসিতে গতকাল বাংলা প্রথম পত্র, দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং এসএসসি-দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পাঠানো তথ্যমতে, সাধারণ শিক্ষাবোর্ডে ১৬ হাজার ৬২৭ জন অনুপস্থিত ছিল। মাদরাসা শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ১০ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থী। আর কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনালে অনুপস্থিত ছিল ৬ হাজার ২৭৫ জন।সারা দেশে গতকাল ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষার প্রথম দিনে গতকাল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক। তিনি সাংবাদিকদের বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা (২০২৩) আরও এগিয়ে আনা হবে। মার্চে এ পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর