শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার হারানোর আশঙ্কা জনমতে

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

প্রতি ১০ জন আমেরিকানের তিনজনই মনে করছেন আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র বেদখল হয়ে যাবে। ১৪ সেপ্টেম্বর প্রকাশিত এক জরিপ ফলাফলে উঠে এসেছে, সামনের দশকের কোনো একসময় কোনো একটি দেশ দ্বারা যুক্তরাষ্ট্র আক্রান্ত হতে পারে। তখন যুক্তরাষ্ট্র  সুপারপাওয়ারের মর্যাদা হারাতে পারে। ‘ইউ গভ’ নামের একটি সংস্থা এই জরিপ চালিয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের কাছে আগামী ১০ বছরে ১৫টি ভয়ংকর পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তাদের মধ্যে ৩১ ভাগ উত্তরদাতা বলেছেন, একটি দেশ দ্বারা যুক্তরাষ্ট্র আক্রান্ত হবে এবং সেই দেশটি যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের মতো অবস্থায় ঠেলে দিতে পারে। ১২ ভাগ বলেছেন, এ ধরনের আশঙ্কাই প্রবল। স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২১ সালে আমেরিকার প্রতিরক্ষা খাতে ব্যয় হয়েছে ৮০১ বিলিয়ন ডলার। এটি চীনের তুলনায় প্রায় তিন গুণ। চীন ব্যয় করেছে ২৯৩ বিলিয়ন ডলার। তবে এশিয়ায় সম্ভাব্য প্রতিপক্ষ হয়ে ওঠার জন্য চীনের দ্রুত উত্থান ঘটছে।

অন্যদিকে শীতল যুদ্ধ-পরবর্তী ইউরোপে রাশিয়ার তৎপরতায় নিরাপত্তা বিঘিœত হওয়ার পরিস্থিতিও অব্যাহত রয়েছে। এ পরিস্থিতি ওয়াশিংটনের নীতিনির্র্ধারকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। ওই জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশই বলেছেন, যুক্তরাষ্ট্রের পরাশক্তির (সুপারপাওয়ার) মর্যাদা হারানোর আশঙ্কা ক্রমান্বয়ে প্রবল হচ্ছে। বিশেষ করে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরজুড়ে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আগামী ১০ বছরে অনেকটাই দুর্বল হয়ে পড়তে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের কথায় অন্যরা কর্ণপাত না-ও করতে পারে বলে ২০ ভাগ উত্তরদাতা উল্লেখ করেছেন।

জরিপ অনুসারে, আমেরিকার অভ্যন্তরীণ সম্ভাবনার ব্যাপারেও প্রচ- হতাশা ব্যক্ত হয়েছে। ৪৭ ভাগ বলেছেন, অর্থনীতিতে ধস নামতে পারে। ২৭ ভাগের ধারণা, অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে ওয়াশিংটন প্রশাসন কোনোভাবেই সক্ষম হবে না। ২০ ভাগ মনে করেছেন, মন্দা পরিস্থিতি কাটিয়ে উঠা কঠিন হয়ে পড়তে পারে।

জরিপে অংশগ্রহণকারী প্রতি চারজনের মধ্যে একজন বলেছেন, রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যকার বর্তমানের উত্তেজনা যুক্তরাষ্ট্রকে গৃহযুদ্ধে নিপতিত করতে পারে। ৩৭ ভাগ মনে করছেন গৃহযুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ৩১ ভাগের ধারণা যুক্তরাষ্ট্র ক্রমান্বয়ে ‘একটি ফ্যাসিবাদি একনায়কতন্ত্র’ রাষ্ট্রের পথে ধাবিত হচ্ছে। অন্যদিকে ৩১ ভাগ  মনে করছেন, যুক্তরাষ্ট্র কমিউনিস্ট একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছে।

 

সর্বশেষ খবর