শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গ্যাঁড়াকল মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

গ্যাঁড়াকল মঞ্চস্থ

নাটকের দল গ্রন্থিক নাট্যগোষ্ঠী শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে ভিন্নধর্মী গল্পের নাটক ‘গ্যাঁড়াকল’। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। প্রকৃত জনপদ নামের এক গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর চলমান জীবন ও জীবনবোধকে উপজীব্য করে ডালপালা মেলেছে নাটকের কাহিনি। প্রেম-বিরহের সমান্তরালে আনন্দ-বেদনা, হাসি-কান্না ও সুখ-দুঃখের চিত্র তুলে ধরা হয়েছে নাটকে। উঠে এসেছে প্রকৃত জনপদে বসবাসরত পান্থজনের জীবনের গল্প। সেই ক্যানভাসে ধরা দিয়েছে স্বার্থপরতা ও দ্বন্দ্বের চিত্র। আছে বন্ধুত্বের মাঝে ফাটল ধরানো অনুষঙ্গ। প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই সহজ-সরল মানুষগুলো তাদের কর্মের প্রতি একই সঙ্গে সৎ ও অবিচল। রাজনীতির বেড়াজালে ক্ষয়িষ্ণু হতে থাকে সেই সততা। রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও অসৎ রাজনীতিবিদ দ্বারা তারা প্রভাবিত হতে বাধ্য হয়। রাজনীতিকের প্যাঁচমারা এমনই এক সামান্য ঘটনা থেকে বিবাদে জড়িয়ে গ্রামের সহজ-সরল খেটে খাওয়া মানুষ মোখলেস ও মফিজ। অথচ শৈশব থেকে তাদের মাঝে গড়ে ওঠে নিবিড় বন্ধুত্বের সম্পর্ক। সেই সুবাদে তাদের সুন্দর স্ত্রী শিউলি ও মলির মধ্যেও তৈরি হয় বন্ধুত্ব। তারা যেন হয়ে ওঠে এক আত্মায় দুই প্রাণ। কিন্তু সামান্য একটা ছাগল নিয়ে এই দুই বান্ধবীর মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। মুছে যায় তাদের আত্মার বন্ধন। জেদে জড়িয়ে পড়ে দুজনই। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- হুমায়ুন কবীর রিপন, মো. মাসুদুর রহমান, তানিশা ইসলাম সানা, আজমেরী আজমি জ্যোতি, এজাজ হাসান, মাহমুদুল হাসান, ফেরদৌস মাসুম নাসরিন সুলতানা প্রমুখ।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর