শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

রাতে সন্তান প্রসব সকালে এসএসসি পরীক্ষা কেন্দ্রে

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে এক এসএসসি পরীক্ষার্থী রাতে সন্তান প্রসবের পর সকালে কেন্দ্রে এসে পরীক্ষা দিয়েছেন। ওই ছাত্রীর নাম হাসিনা আক্তার। তিনি সদর উপজেলার দুর্গাপুর গ্রামের হালিম হোসেনের মেয়ে ও দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায় জানান, চলমান এসএসসি পরীক্ষায় পিরোজপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চিচ্ছে হাসিনা। গত বৃহস্পতিবার পরীক্ষা শুরু হয়েছে। এরআগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি পুত্রসন্তান জন্ম দিয়েছে হাসিনা। এরপর বৃহস্পতিবার সকালে কেন্দ্রে গিয়ে সে পরীক্ষায় অংশ নেয়। হাসিনার মা সাজেদা বেগম জানান, তার মেয়ের এক বছর আগে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের চাঁন মিয়া ফকিরের ছেলে রাহেনে সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে স্বাভাবিকভাবে (নরমাল) পুত্রসন্তান জন্ম দিয়েছে সে। ছেলের নাম রাখা হয়েছে জায়ান। হাসিনা পড়ালেখায় ভালো। সে রাতে বাচ্চা প্রসাব করেও অনেক কষ্টে সকালে কেন্দ্রে গেছে পরীক্ষা দিতে। হাসিনার স্বামী রাহেন জানান, লেখাপড়ার প্রতি হাছিনার এমন আগ্রহ দেখে আমরা মুগ্ধ হয়েছি। তার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর