রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

দিনের ব্যবধানে দ্বিগুণ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

দিনের ব্যবধানে দ্বিগুণ ডেঙ্গু রোগী হাসপাতালে

এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় দ্বিগুণের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাণ গেছে দুজনের। এই সময়ে করোনায় কারও মৃত্যু না হলেও নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ১৪১ জনের দেহে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৯.৬৬ শতাংশ। এ নিয়ে শনাক্তের হার ৫ শতাংশের ওপরে রয়েছে টানা ১৮ দিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী টানা ৩ থেকে ৪ সপ্তাহ শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে তাকে নিরাপদ সংক্রমণ ধরা যায়। সেই হিসেবে বাংলাদেশ এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৮১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩০২ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৭৯ জন ভর্তি হয়েছেন। আগের দিন সারা দেশে ভর্তি হয়েছিলেন ১৬৪ জন। এর মধ্যে ঢাকায় ১৩৮ জন ও ঢাকার বাইরে ২৬ জন ভর্তি হয়েছিলেন। গতকাল সারা দেশের হাসপাতালে ১ হাজার ৪৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। আগের দিন ভর্তি ছিল ১ হাজার ৩৩৬ জন। এক দিনের ব্যবধানে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে ১৫৭ জন। মোট রোগীর মধ্যে ১ হাজার ১০৩ জন ঢাকার ৫০টি হাসপাতালে ও ৩৯০ জন অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। চলতি বছরে মোট ১০ হাজার ৭৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ঢাকাতেই ভর্তি হন ৮ হাজার ৫৩৫ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ২৪০ জন। এদিকে করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় মাত্র ১ হাজার ৪৬০ জনের। এতে শনাক্তের হার ছিল ৯.৬৬ শতাংশ। করোনার চতুর্থ ঢেউয়ের পর সংক্রমণ কমতে কমতে গত ২২ আগস্ট শনাক্তের হার ৩.১৫ শতাংশে নেমেছিল। পরদিন থেকে ফের বাড়তে শুরু করে। ২৪ আগস্ট ৪ শতাংশ ছাড়িয়ে যায়। ৩১ আগস্ট ৫ শতাংশ, ৩ সেপ্টেম্বর ৬ শতাংশ, ৮ সেপ্টেম্বর ৭ শতাংশ, ৯ সেপ্টেম্বর ৮ শতাংশ, ১২ সেপ্টেম্বর ৯ শতাংশ ও ১৩ সেপ্টেম্বর ১০ শতাংশ ছাড়িয়ে যায় শনাক্তের হার। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ১৭ হাজার ৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩৯ জন।

 

সর্বশেষ খবর