রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সরকারের নতজানু নীতির কারণে মিয়ানমারের এই হামলা : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই মিয়ানমার বারবার বাংলাদেশের অভ্যন্তরে হামলা করছে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহল কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, আর কতবার প্রতিবাদলিপি পাঠাবে সরকার? শুধু মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানোটাই যথেষ্ট নয়। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে প্রধানমন্ত্রীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

পূর্বের বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে : অপর এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আবারও ‘লড়াই-সংগ্রাম’ করে পূর্বের সেই বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে । দেশটাকে সবাই মিলে রক্ষা করতে হবে। সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী জোহরা গাজী ও ছেলে সরফরাজ আনোয়ার উপল, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, ফজলুল হক মিলন, আশরাফ উদ্দিন উজ্জ্বল, মোস্তফা কামাল মজুমদার, এম আবদুল্লাহ প্রমুখ।

সর্বশেষ খবর