রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
বসুন্ধরা গুঁড়া মশলা নিবেদিত

‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে শুক্রবার

সাংস্কৃতিক প্রতিবেদক

‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে শুক্রবার

বসুন্ধরা গুঁড়া মশলা নিবেদিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার (২৩ সেপ্টেম্বর)। ছবিটিতে উঠে এসেছে হারিয়ে যাওয়া সার্কাসের সেই ঐতিহ্য। তুলে ধরা হয়েছে সার্কাসের সঙ্গে গ্রামীণ জীবনের বিভিন্ন গল্প। উঠে এসেছে লোকজ এই সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষের সংগ্রাম ও তাদের যাপিত জীবনের নানা অধ্যায়। ছবিটি মুক্তির প্রাক্কালে গতকাল সন্ধ্যায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মাল্টিপারপাস মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মাহমুদ দিদার পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস আহমেদ, এ বি এম সুমন প্রমুখ। সংবাদ সম্মেলনে অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের (মার্কেটিং) সিওও এম এম জসিম উদ্দিন। ছবিটি দেখার জন্য দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে বসুন্ধরা গ্রুপের সিওও জসিম উদ্দিন বলেন, ‘বিউটি সার্কাস’ শুধু একটি ছবিই নয়, এটি গোটা বাংলাদেশের লোকজ সংস্কৃতির এক অনন্য ইতিহাস। বাংলার ঐতিহ্য হারিয়ে যাওয়া সার্কাস এবং সেই সার্কাসের ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে ‘বিউটি সার্কাস’ ছবিটি অনন্য ভূমিকা রাখবে। এই ছবিটির হাত ধরে দেশীয় চলচ্চিত্র আরও একধাপ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে ‘বিউটি সার্কাস’ নিয়ে আরও কথা বলেন ছবিটির অভিনেত্রী জয়া আহসান, ফেরদৌস আহমেদ, এ বি এম সুমন, ছবিটির গায়িকা চিরকুট ব্যান্ডের সুমি প্রমুখ। অনুষ্ঠানে বিউটি সার্কাসের একটি গানের অংশবিশেষ পরিবেশন করেন শিল্পী সুমি। এ সময় তার সঙ্গে গলা মেলান জয়া আহসান।

 

সর্বশেষ খবর