মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

১১ লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন জহিরুল ইসলাম ওরফে বাপ্পী ও এএসএম জোবায়ের। তারা উচ্চপদে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে ১১ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন।

এর আগে ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার্সোনাল কাউন্সিলর পদে’ চাকরি পেয়েছেন বলে শ্বশুরবাড়ির এলাকায় প্রচার চালান জহিরুল ইসলাম ওরফে বাপ্পী। এলাকার মসজিদে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণও করেন। শ্বশুরবাড়ি এলাকার এতিমখানায় দান-খয়রাত করেও সবার দৃষ্টি আকর্ষণ করেন। এর ৫-৬ মাস পর বাপ্পী পদোন্নতি পেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘চিফ অডিট অফিসার’ হওয়ার তথ্য প্রচার করতে থাকেন। বিষয়টি জানার পর নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি তার ছেলে ও ভাগনের চাকরির জন্য বাপ্পীর সঙ্গে আলোচনা করেন। নিজাম উদ্দিনের ছেলেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিট অফিসার ও তার ভাগনেকে খাদ্য অধিদফতরের স্টোর কিপার পদে চাকরি দেওয়ার কথা বলে ১৬ লাখ টাকা দাবি করেন বাপ্পী। নিজাম উদ্দিন বিভিন্ন তারিখে বাপ্পীকে ১১ লাখ টাকা দেন। এরপর বাপ্পী তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের দুটি ভুয়া নিয়োগপত্র দেন। এ ঘটনায় রবিবার রাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে বাপ্পী ও জোবায়েরকে গ্রেফতার করে ডিবির লালবাগ বিভাগ।  এসময় তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিনটি ফ্যাক্সের সিল, জনপ্রশাসন খাদ্য ও অর্থ মন্ত্রণালয়রে অ্যাডমিনের সিল, মন্ত্রণালয়ের লোগো সংবলিত আইডি কার্ড, বিভিন্ন মন্ত্রণালয়ের ছয়টি নিয়োগপত্র, ভিজিটিং কার্ড, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ির স্টিকার, উত্তরা ব্যাংকের যশোর শাখার একটি চেক বই, মন্ত্রণালয়ের সার্ভিস আইডি কার্ড, ভিজিটিং কার্ড, স্টিকার ও সিল জব্দ করা হয়। গতকাল ডিবির সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস জানান, গত ৪ সেপ্টেম্বর বিকালে বাংলাদেশ সচিবালয়ের গেটে নিজাম উদ্দিনকে ডেকে বাপ্পী ও জোবায়ের দুটি নিয়োগপত্র দেন, যাতে নিজামের ছেলেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিট অফিসার ও তার ভাগনেকে খাদ্য অধিদফতরের স্টোর কিপার পদে নিয়োগের কথা লেখা ছিল। পরে নিজাম উদ্দিন নিয়োগপত্র দুটি যাচাই করে দেখেন ভুয়া। নিজাম উদ্দিন আরও যাচাই-বাছাই করে দেখেন যে- বাপ্পী ও জোবায়ের কেউই স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করেন না। পরে তিনি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। এ অভিযোগে রাজধানীর পল্লবী থানায় একটি প্রতারণার মামলা হয়। ডিবি মামলার তদন্তভার গ্রহণ করে। এরপর দুই আসামিকে গ্রেফতার করা হয়।

 

সর্বশেষ খবর