বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আটকাতে না পারলে ঢেউয়ের উচ্চতা বাড়বে

ডা. মুজাহেরুল হক

আটকাতে না পারলে ঢেউয়ের উচ্চতা বাড়বে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা প্রফেসর ডা. মুজাহেরুল হক বলেছেন, যেহেতু করোনা সংক্রমণ টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে বাড়ছে, নতুন একটা ঢেউ শুরু হয়েছে বলা যায়। তবে ছয় সপ্তাহ এ বৃদ্ধির ধারাবাহিকতা দেখে এর প্রকৃত অবস্থা অর্থাৎ কতটা     শক্তিশালী ঢেউ তা বোঝা যাবে। মাঝপথে থামিয়ে দিতে পারলে সেটা হবে ছোট ঢেউ। অন্যথায় ঢেউয়ের উচ্চতা বাড়বে। তখন ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। এজন্য এখনই পদক্ষেপ নিতে হবে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনার এখনকার ভ্যারিয়েন্ট কতটা ভয়ংকর সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ প্রতিদিনই মিউটেশন হচ্ছে, নতুন ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে। যে-কোনো ভ্যারিয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তবে স্বস্তির বিষয় হলো, সব ভ্যারিয়েন্টের চিকিৎসা একই। প্রথমত, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। মাস্ক পরা, বদ্ধ এসি কক্ষে বেশি মানুষ জমায়েত না হওয়া, হাত ধোয়া এগুলো ফের জোরেশোরে শুরু করতে হবে। সাধারণ মানুষ এগুলো মানতে চায় না। এজন্য সরকারকে উদ্যোগ নিয়ে বাধ্য করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কন্ট্রাক্ট ট্রেসিং। রোগীরা যাদের সংস্পর্শে গিয়েছিল তাদের শনাক্ত করে পরীক্ষা করতে হবে। শনাক্ত হলে আইসোলেটেড করতে হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখতে হবে। নমুনা পরীক্ষা বাড়াতে হবে। সবশেষে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। রোগী শনাক্ত হলেই আইসোলেশনে নিয়ে চিকিৎসা নিশ্চিত করতে হবে। এগুলো নিশ্চিত করতে পারলে ঢেউয়ের উচ্চতা বাড়বে না। অন্যথায় সমস্যা হবে।

সর্বশেষ খবর