বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

যারা টিকা নেননি তারা বেশি ঝুঁকিতে

ডা. মুশতাক হোসেন

যারা টিকা নেননি তারা বেশি ঝুঁকিতে

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেছেন, টিকার কারণে করোনার ঝুঁকি কমেছে। হাসপাতালে ভিড় নেই। তবে বয়স্ক মানুষ, ডায়াবেটিস বা হৃদরোগের মতো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা এবং যারা টিকা নেননি তারা অধিক ঝুঁকিতে আছেন। এবং করোনায় মৃত্যু কিন্তু বন্ধ হয়নি। এসব মানুষই বেশি মারা যাচ্ছেন। এখন মৃত্যু আবার বাড়ছে। তাই সতর্ক হওয়ার বিকল্প নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, করোনার প্রতিটা ঢেউই ঝুঁকিপূর্ণ। তবে টিকা নিলে ও স্বাস্থ্যবিধি মেনে চললে ঢেউ মোকাবিলা সহজ হয়। অসচেতনতার কারণে আমরা অনেক প্রাণ হারিয়েছি। অর্থনৈতিক ক্ষতিও হয়েছে অনেক। এ জন্য নতুন ঢেউ বিস্তার লাভ করার আগেই সবাই মিলে রুখতে হবে। আক্রান্তদের দ্রুত আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেওয়া, কন্ট্রাক্ট ট্রেসিং ও সর্বত্র স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। সবাইকে টিকা নিতে হবে। কারও উপসর্গ দেখা দিলেই তার পরীক্ষা করা উচিত। শনাক্ত হলে নিজেরই উচিত আইসোলেশনে চলে যাওয়া। অন্যথায়, তার মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়বে। তিনি বলেন, যেহেতু টানা তিন সপ্তাহ শনাক্তের হার ৫ শতাংশের ওপরে রয়েছে, দেশে করোনার আরেকটি ঢেউ চলছে তা বলা যায়। তবে সবাই এটাকে পঞ্চম ঢেউ বললেও আমি বলব ষষ্ঠ ঢেউ। এটা নিয়ে শুধু ওমিক্রনেরই তিনটা ঢেউ এসেছে দেশে।

সর্বশেষ খবর