বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

অসচেতনতার সুযোগ নিচ্ছে করোনা

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম

অসচেতনতার সুযোগ নিচ্ছে করোনা

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (সংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, ‘কভিড-১৯ সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী সরকারের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মানুষের অসচেতনতা ও অবহেলার সুযোগে বাড়ছে করোনা।’ গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘করোনা সংক্রমণ কমে গেছে বলে আত্মতুষ্টিতে ছিল অনেকেই। স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না। এই সুযোগে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। আমরা পরিস্থিতি পর্যালোচনার জন্য তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করছি। কোন সাব-ভ্যারিয়েন্টের কারণে বাড়ছে এরকম বলার মতো তথ্য আমরা এখনো পাইনি। অনেকেই টিকা নেননি, একাধিক বার আক্রান্ত হয়েছে বিভিন্ন শারীরিক জটিলতা আছে, তাদের জন্য বিপদ হয়ে দাঁড়াচ্ছে করোনা সংক্রমণ। অসুস্থ হলে সেবার জন্য হাসপাতাল প্রস্তুত আছে। প্রয়োজনে আইসিইউ সেবা পাবেন আক্রান্ত রোগীরা।’

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘জ্বর আসলে ডেঙ্গু এবং করোনা টেস্ট করতে হবে। সবাইকে সচেতন থাকতে হবে। অবশ্যই মাস্ক পরতে হবে। যেকোনো ভ্যারিয়েন্টেই সুরক্ষা দিতে পারে মাস্ক। বাইরে থেকে এসে কিংবা খাওয়ার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। আমাদের সবারই করোনা মোকাবিলার অভিজ্ঞতা আছে। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের করোনা নিয়ন্ত্রণ করতে হবে। যারা এখনো টিকা নেননি, তাদের টিকা নিতে হবে। যারা দুই ডোজ টিকা নিয়েছেন, চার মাস পার হলে তারা বুস্টার ডোজ নিবেন। টিকা সংক্রমণ ঠেকাতে না পারলেও করোনা জটিলতা এবং প্রাণহানি কমাতে সক্ষম।’

সর্বশেষ খবর