বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

উৎসবমুখর বসুন্ধরা সিটি

অপারেশন সুন্দরবনের প্রিমিয়ার শো

নিজস্ব প্রতিবেদক

উৎসবমুখর বসুন্ধরা সিটি

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল রাজধানীর পান্থপথে দেশের অন্যতম দৃষ্টিনন্দন শপিংমল বসুন্ধরা সিটিতে ‘অপারেশন সুন্দরবন’ ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। র‌্যাবের সাফল্যগাথা রোমাঞ্চকর উপাখ্যান নিয়ে তৈরি এ চলচ্চিত্র অনুষ্ঠান ঘিরে বিকাল থেকেই শুরু হয় উৎসবের আমেজ। একে একে আসতে থাকেন সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কলাকুশলি ও শোবিজ অঙ্গনের মানুষরা। শুরুতে ১৯৭২ সালের ১৬ জুলাই ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বৃক্ষরোপণ ও জলবায়ু নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য প্রচার করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপমন্ত্রী হাবিবুন্নাহার এমপি। স্বাগত বক্তব্যে র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, সুন্দরবন জলদস্যুমুক্ত করতে র‌্যাবের অনেক সদস্য নিজের জীবন উৎসর্গ করে অমর হয়েছেন। আগে উপকূলের মৎস্যজীবী ও বনজীবীরা জলদস্যুর তা বে অতিষ্ঠ ছিল। র‌্যাবের সাঁড়াশি অভিযানে জলদস্যুমুক্ত হয় সুন্দরবন। এখন হত্যা ও অপহরণ নেই। সবাই নিরাপদ। এখন সুন্দরবনে শান্তির সুবাতাস বইছে। অর্থনীতিতে গতি এসেছে। এরপর অপারেশন সুন্দরবন ছবির গল্প তুলে ধরেন পরিচালক দীপঙ্কর দীপন। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমদ বলেন, কোনো গল্প থেকে নয়, জীবন থেকে নেওয়া এই মুভি। এর মধ্যে ঐতিহ্য দেখতে পাবে দেশবাসী। মুভিতে সুন্দরবনের রূপমাধুর্য তুলে ধরা হয়েছে। সেখানে জলদস?্যুরা ৪০০ বছর ধরে অবস্থান করছিল। ৩২টি ডাকাত দলের সন্ধান সেখানে মিলেছিল। জলদস?্যুদের অত?্যাচারের জঘন্যতা, নির্মমতা, নিষ্ঠুরতা বলে বোঝানো যেত না। অনেক ভয়াবহতা ছিল। সেই ডাকাতদের পুনর্বাসন করা হয়েছে। এখন সুন্দরবনে বাঘ, হরিণ, পর্যটক বেড়েছে। এ সময় আইজিপি ওষুধ দিয়ে মাছ না ধরার আহ্বান জানান। দেশের জন?্য গত ১৮ বছরে ২৩৬ জন র?্যাব সদস?্য মারা গেছেন বলে জানান আইজিপি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করার পেছনে র?্যাবের অনেক অবদান রয়েছে। এর উৎসর্গ হিসেবে এই মুভি তৈরি করা। সুন্দরবনে র‌্যাবের সেই সাফল্যগাথা রোমাঞ্চকর উপাখ্যান জনসাধারণের সামনে তুলে ধরার জন্য ‘র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-এর প্রযোজনায় ও খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক দীপঙ্কর দীপনের পরিচালনায় নির্মিত ‘অপারেশন সুন্দরবন’। এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ (মেজর সায়েম সাদাত), নুসরাত ফারিয়া (তানিয়া কবির, একজন বাঘ গবেষক), জিয়াউল রোশান (লেফটেন্যান্ট কমান্ডার রিশান রায়হান), রিয়াজ (ইশতিয়াক আহমেদ, ব্যাটালিয়ন কমান্ডার), মনোজ প্রামাণিক (সাজু), সামিনা বাশার (পাখি), তাসকিন রহমানসহ (রকিব) অনেকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর