বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

এক বছর পর লেনদেনে রেকর্ড শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে। বাজারটিতে  লেনদেন হয়েছে দুই হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকা। যা ২০২১ সালের ৯ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ লেনদেন। সেদিন দুই হাজার ৮৬৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। তবে ডিএসইতে দিনশেষে সূচকের কিছুটা পতন হয়েছে। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৭২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৬টির। আর ১৪৫টির দাম অপরবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে নেমেছে। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি  লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার।  কোম্পানিটির ৩৪২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩০ পয়সা কমে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ১৪০ টাকা। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৩২৭ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৫৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৫৮ লাখ টাকা।  লেনদেন অংশ নেওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৭টির এবং ১০৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর