বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

জনসম্মুখে ধূমপানে ৩০০ টাকা জরিমানা অপ্রতুল

নিজস্ব প্রতিবেদক

জনসম্মুখে ধূমপানে ৩০০ টাকা জরিমানা অপ্রতুল বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরিন আখতার। তিনি বলেন, ধূমপান নিরুৎসাহিত ও নিয়ন্ত্রণ করতে জরিমানা আরও বাড়ানো প্রয়োজন। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী দ্রুত পাস করার দাবিতে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী মো. শরীফুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে উপস্থিত ছিলেন, মিশনের যুগ্ম পরিচালক কে এস এম তারিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, ল রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ সারোয়ার, মো. মোস্তাফিজুর রহমান, আবদুস সালাম প্রমুখ। শিরিন আখতার বলেন, তামাকের বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে। পাশাপাশি আইন বাস্তবায়ন করতে হবে। জনসম্মুখে ধূমপান করার জন্য ৩০০ টাকা জরিমানা করতে কখনো শুনিনি। এটি অপ্রতুল। ২০৪০ সালে বাংলাদেশ ধূমপানমুক্ত হবে। এ জন্য সবাইকে সচেতন ও আইন বাস্তবায়নে সহায়তা করতে হবে। রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নিতে হবে সচেতনতা তৈরিতে।

সর্বশেষ খবর