বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
বাড়ছেই করোনা ডেঙ্গু

৭৩ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হার

নিজস্ব প্রতিবেদক

৭৩ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হার

দেশে করোনা মহামারির পঞ্চম ঢেউয়ের ধাক্কা জোরেশোরেই লেগেছে। হু হু করে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪.৭৩ শতাংশ, যা ৭৩ দিনের মধ্যে সর্বোচ্চ। এক দিনের ব্যবধানেই বেড়েছে ২ শতাংশ। সবশেষ এর চেয়ে বেশি (১৭.৪৭ শতাংশ) শনাক্ত হারের খবর এসেছিল গত ১০ জুলাই।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৫১ জনের নমুনা পরীক্ষায় ৬৪১ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে টানা তৃতীয় দিন ছয় শতাধিক রোগী শনাক্ত হলো। তবে গত একদিনে কারও মৃত্যু হয়নি। সুস্থ হয়ে উঠেছেন ২২০ জন। এদিকে মহামারির শুরু থেকে গতকাল পর্যন্ত দেশের গড় শনাক্তের হার ১৩.৬১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় গড় হারকে ছাড়িয়ে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪.৭৩ শতাংশে। আগের দিন এই হার ছিল ১২.৭৩ শতাংশ। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ১৯ হাজার ৪৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৪৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৬১ হাজার ৪৮০ জন।

গত জুনের মাঝামাঝি দেশে শুরু হয় করোনার চতুর্থ ঢেউ। জুলাইয়ের আগেই শনাক্তের হার ছাড়িয়ে যায় ১৫ শতাংশ। মধ্য জুলাই থেকে সংক্রমণ ফের কমতে শুরু করে। ২২ আগস্ট শনাক্তের হার নেমে আসে ৩.১৫ শতাংশে। পরদিন থেকে ফের বাড়তে শুরু করে। ২৫ আগস্ট ৪ শতাংশ, ৩১ আগস্ট ৫ শতাংশ, ৩ সেপ্টেম্বর ৬ শতাংশ, ৮ সেপ্টেম্বর ৭ শতাংশ, ৯ সেপ্টেম্বর ৮ শতাংশ, ১২ সেপ্টেম্বর ৯ শতাংশ, ১৩ সেপ্টেম্বর ১০ শতাংশ, ১৮ সেপ্টেম্বর ১২ শতাংশ ও গত ২৪ ঘণ্টায় ১৪ শতাংশ ছাড়িয়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা অবস্থায় শনাক্তের হার পরপর দুই সপ্তাহ ৫ শতাংশের বেশি হলে পরবর্তী ঢেউ ছড়িয়েছে বলে ধরা হবে। সেই হিসাবে দেশে এখন করোনার পঞ্চম ঢেউ শুরু হয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর