বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

ফেসবুকে হাহা রিঅ্যাক্ট নিয়ে সংঘর্ষে আহত ৪

শেকৃবি প্রতিনিধি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবাব সিরাজউদ্দৌলা হলের গণরুমে মঙ্গলবার মধ্যরাতে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। ফেসবুক পোস্টে হাহা রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে এলাকাভিত্তিক গ্রুপ ঢাকা ও কুমিল্লা বঙ্গের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয়। আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ঢাকা বঙ্গের মোহাম্মদ রাকিব, ওয়ালিদ সাইফুদ্দিন, ইফতি ও কুমিল্লা বঙ্গের রোফি ওসমানী। আহতরা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জানা যায়, কুমিল্লা বঙ্গের অনুসারী সাজিদ ও এনামুল ১০ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা সম্পর্কিত ফেসবুকে পোস্ট দিলে ঢাকা বঙ্গের অনুসারী মুশফিক, এনামুল ও হাসনাত তাতে হাহা রিঅ্যাক্ট দেয়। পরে কুমিল্লা বঙ্গের অনুসারীরাও তাতে হাহা দিতে থাকে। একপর্যায়ে তা বাগ্বিতণ্ডায় রূপ নেয়। এরই রেশ ধরে মারামারি হয়।

আহত ঢাকা বঙ্গের ইফতি বলেন, ‘২১ ব্যাচের সাজিদুল ইসলাম মজুমদার, হাসান জিসান, আফিকুল ইসলাম রাকিব, রফিউস সানি, সজীব ভূঁইয়া এবং ২০ ব্যাচের রায়হানুল্লাহ রাহী, অজয় পাল ও আবদুল্লাহ নোমান ব্যাট, স্ট্যাম্প ও কাঠ দিয়ে মেরে আমাদের একজনের মুখে ও আরেকজনের হাতে জখম করেছে। কুমিল্লা বঙ্গের মাইনুদ্দিন বলেন, ‘ঢাকা বঙ্গের ইফতি কাঠ দিয়ে রোফী ওসমানীর চোখের নিচে ফাটিয়ে দেয়। এতে তিনটি সেলাই লেগেছে।’ এ ঘটনায় শেরেবাংলানগর থানার এসআই সাব্বির আলম বলেন, ‘দুইপক্ষেরই লিখিত অভিযোগ পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাটি জানেন। তিনিই পরবর্তী ব্যবস্থা নেবেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হারুন উর-রশিদ বলেন, ‘এ বিষয়ে আমরা অবগত আছি। দুইপক্ষের কেউই লিখিত কোনো অভিযোগ আমাদের কাছে দেয়নি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর