বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শেয়ারবাজারে সূচকের বড় পতন কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের চতুর্থ দিনে শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের পতন হয়েছে। ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সেই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম।

ডিএসইতে দিন শেষে ১ হাজার ৮০৮ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। সে হিসাবে  লেনদেন কমেছে ১ হাজার ২৪ কোটি ১১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় দুই হাজার ৮০০ কোটি টাকার বেশি।  ডিএসইতে লেনদেনে অংশ  নেওয়া ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৯টির। আর ১৫৪টির দাম অপরবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৫ পয়েন্ট কমে ৬ হাজার ৫৫১ পয়েন্টে নেমে গেছে। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার  শেয়ার। কোম্পানিটির ২৫৭ কোটি ২৫ লাখ টাকার  শেয়ার লেনদেন হয়েছে। ২ টাকা ১০ পয়সা বেড়ে ১৪৬ টাকা ৮০ পয়সায় লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের ২২৯ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ১০২ কোটি ২২ লাখ টাকার শেয়ার  লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৩০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১২৬  কোটি ৪৬ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৬টির এবং ১১৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর