শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

অর্থলোভ, নাকি রাজনৈতিক উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে

তপন কুমার সরকার

অর্থলোভ, নাকি রাজনৈতিক উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, ‘এমন প্রশ্নফাঁস আমি কখনো দেখিনি। এতগুলো প্রশ্নপত্র শিক্ষক ও কেন্দ্রসচিব হয়ে কীভাবে নিয়ে গেলেন তা দেখে অবাক হয়েছি। অর্থলোভ, সরকারকে বিব্রত করা- নাকি রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্নফাঁস করা হয়েছে- তা নিয়ে কাজ করছে তদন্ত কমিটি।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘প্রশ্নফাঁসের বিষয়টি তদন্ত করতে দিনাজপুর শিক্ষা বোর্ড তদন্ত কমিটি গঠন করেছে। এ ছাড়া গোয়েন্দা বাহিনী খতিয়ে দেখছে বিষয়টি। তদন্ত প্রতিবেদন পেলে এর নেপথ্যের কারণ সুনির্দিষ্ট করে জানানো যাবে।’ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, প্রশ্নফাঁসের নেতিবাচক প্রভাব অনেক সুদূরপ্রসারী। ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। তাই অভিযোগ পেয়েই পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসএসসি পরীক্ষার ছয়টি প্রশ্ন ফাঁস হয়েছে, ছয়টি বিষয়েই নতুন প্রশ্ন ছাপা হচ্ছে। নতুন প্রশ্নেই এসব পরীক্ষা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়সহ পুরো শিক্ষা প্রশাসন চলমান পরীক্ষা নিয়ে তৎপর রয়েছে। পরীক্ষা নিয়ে কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না। এ ব্যাপারে শিক্ষা বোর্ড জিরো টলারেন্সে রয়েছে।

 

সর্বশেষ খবর