শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ডেঙ্গু-করোনায় তিন মৃত্যু

এক দিনেই হাসপাতালে ৪৩৭ জন ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু-করোনায় তিন মৃত্যু

ডেঙ্গু ও করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে দুজন ও করোনায় একজন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৪৮ জনের মৃত্যু হলো। করোনায় মোট মারা গেলেন ২৯ হাজার ৩৪৬ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩০৬ ও ঢাকার বাইরের হাসপাতালে ১৩১ জন। বর্তমানে সারা দেশে ১ হাজার ৫২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ১৮৩ ও ঢাকার বাইরে ৩৪৬ জন। প্রতিদিনই হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চলতি বছরে মোট ১২ হাজার ৮৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ২৯৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৯৮ জনের নমুনা পরীক্ষায় ৬৭৮ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ১৪.১৩ শতাংশ। আগের দিনের চেয়ে শনাক্তের হার কিছুটা কমলেও নমুনা পরীক্ষা বাড়ানোয় শনাক্ত রোগীর সংখ্যা ৩৭ বেড়েছে। গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৩৯ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ২০ হাজার ১৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৬১ হাজার ৮১৯ জন।

গত জুনের মাঝামাঝি দেশে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানে। জুলাইর আগেই শনাক্তের হার ছাড়িয়ে যায় ১৫ শতাংশ। মধ্য জুলাই থেকে সংক্রমণ ফের কমতে কমতে ২২ আগস্ট শনাক্তের হার নেমে আসে ৩.১৫ শতাংশে। পরদিন ফের বাড়তে শুরু করে। ২৫ আগস্ট ৪ শতাংশ, ৩১ আগস্ট ৫ শতাংশ, ৩ সেপ্টেম্বর ৬ শতাংশ, ৮ সেপ্টেম্বর ৭ শতাংশ, ৯ সেপ্টেম্বর ৮ শতাংশ, ১২ সেপ্টেম্বর ৯ শতাংশ, ১৩ সেপ্টেম্বর ১০ শতাংশ, ১৮ সেপ্টেম্বর ১২ শতাংশ ও ২১ সেপ্টেম্বর ১৪ শতাংশ ছাড়িয়ে যায়। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা অবস্থায় শনাক্তের হার পরপর দুই সপ্তাহ ৫ শতাংশের বেশি হলে পরবর্তী ঢেউ ছড়িয়েছে বলে ধরা হবে। সে হিসেবে দেশে এখন করোনার পঞ্চম ঢেউ চলছে।

সর্বশেষ খবর