শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গাইবান্ধা-৫ আসনে লড়াইয়ে পাঁচ প্রার্থী

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের প্রতীক বরাদ্দ আজ। এ নির্বাচনের লড়াইয়ে থাকছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টির প্রার্থীসহ পাঁচজন। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বৈধ পাঁচ প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই আজ চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোতালিব জানান, গাইবান্ধা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। কিন্তু ঘোষিত বৈধ পাঁচ প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ইসি জানিয়েছে, বৈধ প্রার্থীরা হলেন- মো. মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র) ও সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র)। সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নিয়ে এ সংসদীয় আসন গঠিত। মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৭৪৬ জন। এর মধ্যে ফুলছড়ির সাতটি ইউনিয়নে ১ লাখ ১৪ হাজার ৬৭৬ জন এবং সাঘাটার ১০টি ইউনিয়নে ২ লাখ ২৫ হাজার ৭০ জন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়।

 

 

সর্বশেষ খবর