মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রাণহানি বাড়ছেই করোনা ডেঙ্গুতে

করোনায় এক দিনে ছয়, ডেঙ্গুতে তিন মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রাণহানি বাড়ছেই করোনা ডেঙ্গুতে

দেশে ডেঙ্গু ও করোনা আক্রান্তের হার লাফিয়ে বাড়ছে। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও। গতকাল করোনা আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন, ডেঙ্গুতে মারা গেছেন তিনজন। জ্বর এলে টেস্ট করালে অধিকাংশ রোগীরই ডেঙ্গু কিংবা করোনা আক্রান্তের পজিটিভ রিপোর্ট মিলছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, সাত সপ্তাহ পর দেশে এক দিনে শনাক্ত কভিড রোগীর সংখ্যা আবার ৭০০ ছাড়িয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন। সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৭১৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এর আগে সর্বশেষ গত ২১ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল। সেদিন ৮৮৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সর্বশেষ ওই দিনই ছয়জনের মৃত্যুর খবর এসেছিল, তারপর থেকে কভিডে দৈনিক মৃত্যু ছয়ের নিচেই ছিল। আর এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ ১৯ জুলাই, সেদিন আটজনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার সামান্য বেড়ে ১৩ দশমিক ৫৮ শতাংশ হয়েছে, যা আগের দিন ১২ দশমিক ৯৬ শতাংশ ছিল। রবিবার ৪ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, সেই সঙ্গে দুজন কভিড রোগীর মৃত্যুর খবর এসেছিল।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২২ হাজার ৪০৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩৫৯ জন। ২৪ ঘণ্টায় ৪৩৬ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক     বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের হার ঊর্ধ্বমুখী, বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছর এক দিনে সর্বোচ্চ। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। গত ২৫ সেপ্টেম্বর দেশে এক দিনে সর্বোচ্চ ৪৪০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৯২ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৮২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩২৮ জন এবং ঢাকার বাইরের ১৫৪ জন। নতুন ৪৮২ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯২ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৪ হাজার ৩৬২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ৬১৭ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর