মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নড়াইলে প্রতীক বরাদ্দ নিয়ে ডিসি অফিসে সংঘর্ষ ভাঙচুর

নড়াইল প্রতিনিধি

নড়াইলে প্রতীক বরাদ্দ নিয়ে ডিসি অফিসে সংঘর্ষ ভাঙচুর

নড়াইলে প্রতীক বরাদ্দ নিতে গতকাল জেলা প্রশাসন অফিসের হলরুমে দুই পক্ষের সংঘর্ষ -বাংলাদেশ প্রতিদিন

নড়াইলে জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের সময় সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় জেলা প্রশাসকের হলরুমে ভাঙচুর করা হয়। নড়াইল জেলা প্রশাসকের হলরুমে গতকাল এ ঘটনা ঘটে।

জানা গেছে, নড়াইল জেলা প্রশাসকের হলরুমে বেলা ১১টায় প্রতীক বরাদ্দ শুরু হয়। পুরুষ ২ নম্বর ওয়ার্ডের প্রতীক বরাদ্দ শুরু হলে কাউন্সিলর প্রার্থী খোকন কুমার সাহা ও ওবায়দুর রহমান একই প্রতীক (তালা) চান। নির্বাচনী বিধান অনুযায়ী একই প্রতীক দুজন চাওয়ায় লটারির আয়োজন করা হয়। লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার প্রাক্কালে খোকন কুমার সাহা ও ওবায়দুর রহমান মারামারিতে জড়িয়ে পড়েন। অন্য ঘটনায় চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটুর প্রস্তাবকারী মো. শরিফুল ইসলাম ও সমর্থনকারী সৈয়দ নওয়াব আলীকে মারধর করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন। এ সময় তারা জেলা প্রশাসকের হলরুমের চেয়ার ভাঙচুর করেন। এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু বলেন, প্রতীক আনতে গেলে আমার পক্ষের লোকজনকে মারপিট করা হয়েছে। এতে আমার প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ ছয়জন আহত হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। পরে বিষয়টি মীমাংসা হয়ে গেছে। নড়াইল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, কাউন্সিলর প্রার্থী ওবায়দুর রহমান ও খোকন কুমার সাহাকে শোকজ করা হবে। বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান স্যারের নির্দেশে কিছু সময় প্রতীক বরাদ্দের কাজ বন্ধ রাখা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর