মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশের দুয়ার বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারির প্রকোপের কারণে বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে দেশের সব পর্যটন কেন্দ্র বিদেশিদের জন্য উন্মুক্ত থাকবে। গতকাল রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। ২৭ সেপ্টেম্বর    পর্যটন দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, ‘পর্যটনবিষয়ক কভিড-১৯ পরামর্শক কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আজ (সোমবার) থেকে বাংলাদেশের সব পর্যটন কেন্দ্র বিদেশি পর্যটকদের জন্য মুক্ত করা হয়েছে। ইতোমধ্যে বিশ্বের অনেক দেশ পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে বিদেশি পর্যটকদের প্রবেশ উন্মুক্ত করা হলো।’

মাহবুব আলী বলেন, ‘যারা বিদেশি পর্যটক আছেন তাদের অনেক ধরনের চাহিদা। আমরা সেই চাহিদা মেটাতে পারি না। তবে বিদেশি পর্যটকদের আকর্ষণে আমরা কাজ করে যাচ্ছি। এ জন্য নানা ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে।’ এ সময় উপস্থিত ছিলেন ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আলী কদর, বিমানসচিব মোকাম্মেল হোসেন প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর